Enzo Fernandez transfer news Chelsea : এঞ্জো ফার্নান্দেজকে নিতে চেলসির আকাশছোঁয়া মূল্যের প্রস্তাব!
আর্জেনটাইন তারকা ফার্নান্দেজকে দলে আনার জন্য আকাশ সমান টাকার অফার দিয়েছে চেলছি। তবে বর্তমান ক্লাব বেনফিকা তার দাম ১ হাজার ৭৩১ কোটি টাকা করে ফেলেছে। এটা ভেবে বেনফিকা দাম বাড়িয়েছে যাতে কোনো ক্লাব আগ্রহ না দেখায়। কিন্তু চেলসি বেনফিকাকে ১ হাজার ৩৮৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।
বিশ্বকাপ জয়ী আর্জেনটিনার মহাতারকা ফার্নান্দেজ আছেন নিজের সেরা ফর্মে। বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের উপাধিও পেয়েছেন
ফার্নান্দেজ। দলের জয়ে বড় অবদান আছে তার। দারুণ ফর্মে থাকা এই তারকা কে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে অনেক ক্লাব। এমনকি নিজ ক্লাব ও ছাড়তে চাইছে তাকে।১৭৩কোটি দিয়ে কিনে এখন ১হাজার ৭৩১ কোটি টাকা বাড়িয়েছে।
পর্তুগালের ক্লাব বেনফিকা ফার্নান্দেজের দাম আগেই ধার্য করেছিল ১ হাজার ৩৮৫ কোটি টাকায়। বেনফিকাকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল চেলসি ফার্নান্দেজকে পেতে। তবে
তাকে ঘিরে বড় বড় ক্লাবের আগ্রহ দেখে বেনফিকা ফার্নান্দেজের দামট বাড়িয়ে ১ হাজার ৭৩১ কোটি টাকা করে।
বড় বড় সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, চেলসি বেনফিকাকে ১ হাজার ৩৮৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব নিয়ে চেলসির সঙ্গে আলোচনা চলছে বেনফিকার। সেই আলোচনা কতদূর গিয়েছে তা এখনও জানা যায় নি। তবে খুব তাড়াতাড়িই জানানো হবে বলে জানিয়েছে ক্লাবগুলো।