ইলিয়াস সানিঃ ইলিয়াস সানির স্পিন কেরামতিতে অবাক সবাই!! রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ | বাংলাদেশ লিজেন্ডস | ইলিয়াস সানি | অস্ট্রেলিয়া লিজেন্ডস | ইলিয়াস সানি বোলিং | রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ লিজেন্ডস

যেটা পারেনি জাতীয় দলের তরুনরা সেটা করিয়ে দেখিয়েছে বুড়ো লিজেন্ডসরা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স করিয়ে দেখিয়েছে বাংলাদেশ লিজেন্ড দল। দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়া লিজেন্ডসকে একাই প্রায় গুড়িয়ে দিয়েছিলেন ইলিয়াস সানি।

অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে ৪ ওভারে ৮রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন বাংলাদেশী বোলার। অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে ব্যাট হাতে ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলার পর বল হাতে ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ লিজেন্ডস ইলিয়াস সানি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থা খুবই খারাপ । সম্প্রতি বাজে পারফর্মের কারনে বাদ পড়েছে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে।তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তরুণ ক্রিকেটাররা ব্যাটে-বলে বার বার ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল যেভাবে আফগানিস্তান,স্কটল্যান্ড,জিম্বাবুয়ে দলের কাছে হারের মুখ দেখছে সেদিকে অস্ট্রেলিয়া লিজেন্ডের মতো দলে সাথে বুড়ো লিজেন্ডসরা ঠিকই ২০ ওভারে ১৫০ ঊর্ধ্ব দলীয় রান করিয়ে দেখিয়েছেন।

ব্যাটিংয়ে যেমন বুড়ো লিজেন্ডসরা দাপট দেখিয়েছে তেমনি বোলিংয়ে অসাধারণ বোলিং করে নজর কেড়েছেন ইলিয়াস সানি সকলেরই।তিনি একলাই অস্ট্রেলিয়ার ৪টি উইকেট শিকার করেন। খেলার মোড় তখনই ঘুরতে শুরু করে। ৪ ওভারে ৮রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন ইলিয়াস সানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks