El Clasico : Real Madrid vs Barcelona. বার্সেলোনা -রিয়াল মাদ্রিদ ম্যাচ মানে বাঘে-মহিষে লড়াই। হাইভোল্টেজ এই ম্যাচে বার্সেলোনাকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। লা লিগার এই ম্যাচে দুই দলই দারুণ খেলেছে। বার্সেলোনা তাদের সেরা একাদশ নামিয়েও জিততে পারলো না চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে।
বার্সেলোনাকে শুরুতেই আঁচড়ে ধরে রিয়ালের স্টাইকাররা। জোড়া আঘাত হানে বার্সেলোনার শিবিরে।প্রথমার্ধে জোড়া গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। পরে দ্বিতীয়ার্ধে ভাল কিছুর ইশারা দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ফেরান তোরেস,লেভানডস্কি ও রাফিনহারা।তবে ফেরান তোরেসের করা একটি গোলে আবার জাগিয়েছিল আশার প্রদ্বীপ।
বার্সেলোনা -রিয়াল মাদ্রিদের ম্যাচের শেষ মুহূর্তে
বার্সা পেনাল্টি উপহার দেয় রিয়াল মাদ্রিদকে। ফলে একটি গোল আর কোনো কাজেই আসেনি তাদের। ৩-১ গোলে খেলা শেষ হয় রিয়াল-বার্সার।এতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হেরে গেল বার্সেলোনা।
রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা খেলার আগে হুংকার দিলেও করিম বেনজেমা, ফেদে ভালভার্দে ও রদ্রিগোর কাছে হার মানতে হয় বার্সাকে। সারা সকলেই করেছেন একটি করে গোল। তাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতে জয়ের উল্লাসে ভাসছে রিয়াল মাদ্রিদের পুরো দল।