(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Dybala Injury Update : দিবালার ইনজুরি আপডেট | দিবালার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

Dybala injury update. Paulo Dybala’s injury to the biceps femoris was confirmed. It’s a big tear

Dybala injury update : কদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের বাকি আর মাত্র ৩৯ দিন। কদিন বাকি থাকতেই বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে ইনজুরির তালিকা লম্বা হতে শুরু করেছে। শুরুতে ইনজুরিতে পড়েছেন দলটির মহাতারকা লিওনেল মেসি। এর ইনজুরিতে পড়েছেন পাওলো দিবালা। সব শেষ এবার ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার আরেক সিনিয়র ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া।

মেসির বিশ্বকাপের আগে সেরে উঠবেন, খেলবেন কাতার বিশ্বকাপে। অন্যদিকে এঞ্জেল ডি’মারিয়ার সেরে উঠতে ২০ দিন সময় লাগবে। বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন তিনিও ঝামেলা বেঁধেছে পাওলো দিবালার ইনজুরি নিয়ে।

টিওআইসির আর্জেন্টাইন সাংবাদিক গুস্তান এদুল এক টুইট বার্তায় জানিয়েছে পাওলো দিবালার বর্তমান অবস্থা। সেরে উঠতে কয়দিন সময় লাগবে আর্জেন্টাইন এই তারকার? খেলতে পারবেন কিনা কাতার বিশ্বকাপে? তিনি তার টুইট বার্তায় লিখেছেন

পাওলো দিবালা বাইসেফস ফেমোসিস মাসেলের ইনজুরিতে পরেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল দলের মেডিকেল বিভাগ। তারা জানিয়েছে, অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে পাওলো দিবালার। তারকা আর্জেন্টাইন ফরোয়ার্ড মাঠে ফিরতে পারেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। কাতার বিশ্বকাপ শুরু হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। তাই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে পাওলো দিবালা কে নিয়ে। ইনজুরিতে থাকা অবস্থায় পাওলো দিবালা কে তিনি তার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রাখবেন কিনা সেটা নির্ভর করবে তার উপর। তাইতো দ্বিধায় পড়ে যাবেন লিওনেল স্কালোনি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় আর্জেন্টাইনরা। গুস্তান এদুলের এই টুইট বার্তার পর পাওলো দিবালার বিশ্বকাপে খেলা ও স্কোয়াডে থাকা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks