(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Delhi Vs Punjab | Mustafizur Rahman | মুস্তাফিজের বোলিং জাদুতে দিল্লির জয়!

Mustafizur Rahman ignited the ball. The Punjab Kings were blown away by David Warner’s batting. Mustafizur Rahman’s Delhi Capitals clinched their third win in the ongoing IPL by defeating Punjab Kings by 9 wickets in the 32nd match of the IPL.

বল হাতে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নারের ঝড়ে উড়ে গেল পাঞ্জাব কিংস। আইপিএলের ৩২তম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৯ উইকেটে হারিয়ে চলতি আইপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে মুস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালস।

নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি ক্যাপিটালস। রিষভ পন্থের বোলিং নেওয়ার সিদ্ধান্তকে একেবারে সঠিক প্রমাণ করেছেন মুস্তাফিজ-অক্ষর প্যাটেলরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব কিংস শুরুটা ঝড় গতিতে করার চেষ্টা করলেও তাতে সফল হয়নি তারা। দলীয় ৩৩ রানে শিখর ধাওয়ানের উইকেটের পর পালা করে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। এদিন বল হাতে ওপেনিংয়ে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে। তবে ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে তৃতীয় বলেই পাঞ্জবের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে বোল্ড করে সাজঘরে পাঠান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বল হাতে ৪ ওভার বোলিং করে ১ উইকেট শিকার ২৮ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে দিল্লির বোলারদের বোলিং তোপে ১১৫ রানেই গুটিয়ে যায় পাঞ্জাব কিংস।

জবাবে এই রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ্ব মিলে গড়েন ৮৩ রানের বিশাল জুটি। ২০ বলে ৭ চার ১ ছয়ে ৪১ রান করে পৃথ্বি শ্ব আউট হলেও জয় পেতে বেগ পেতে হয়নি দিল্লি ক্যাপিটালসকে। ডেভিড ওয়ার্নারের ৩০ বলে ১০ চার ১ ছয়ে ৬০ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

৬ ম্যাচে ৩ জয় ৩ পরাজয়ে দিল্লির পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে মুস্তাফিজুর রহমানের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks