(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

DC vs LSG | Mustafizur Rahman | এ কেমন বোলিং করলেন ফিজ! দিল্লির টানা দ্বিতীয় হার!

The Delhi Capitals played their third match in the IPL today against the Lucknow Super Giants. In this match, the team of Rishav Panth got the taste of the second consecutive loss after losing by 6 wickets to Lucknow. Cutter master Mustafizur Rahman was also in the Delhi XI in this match.

আইপিএলে আজ নিজেদের তৃতীয় ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে খেলেছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে লখনৌয়ের কাছে ৬ উইকেটে হেরে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল রিশভ পন্থের দল। এই ম্যাচেও দিল্লির একাদশে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনৌ সুপার জায়ান্ট। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৯ রানের সামান্য পুঁজি পায় দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন পৃথ্বি শ্ব। ৩৪ বলে ৯ চার ২ ছক্কায় ৬১ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এছাড়াও রিশভ পন্থের ৩৬ বলে ৩৯ ও সরফরাজ খানের ২৮ বলে ৩৬ রানে ভর করে ১৪৯ রানের সংগ্রহ পায় দিল্লি।

জবাবে এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই সজাগ লখনৌয়ের দুই ওপেনার কুইন্টন ডি কক ও কে এল রাহুল। দুজন মিলে গড়েন ৭৩ রানের জুটি। ব্যাট হাতে এদিন ঝড় তুলেছেন ডি কক। ৫২ বলে ৯ চার ২ ছক্কায় ৮০ রানের এক নান্দনিক ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান এই ওপেনার। দলীয় ১২২ রানে ডি কক আউট হলেও ক্রুনাল পান্ডিয়া ও আয়ুশ বাদোনীর ব্যাটে চড়ে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় লখনৌ সুপার জায়ান্ট।

এই ম্যাচে বল হাতে আলো ছড়াতে পারেননি মুস্তাফিজুর রহমান। ৬.৫০ ইকোনমি রেটে ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন ফিজ।

দিল্লির হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। এছাড়াও ললিত যাদব ও শারদুল ঠাকুর তুলে নিয়েছেন একটি করে উইকেট।

তিন ম্যাচে ১ জয় ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয় ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks