CWC23 BAN vs SL / এঞ্জেলো ম্যাথিউসের টাইমড | শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়

CWC23 BAN vs SL / ম্যাচ জুড়ে বহু উত্তাপ আর নাটকীয়তার পর শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ ছড়িয়েছে উত্তাপ এই ম্যাচে জয় পরাজয়কে ছাপিয়ে গেছে। মাঠে ঘটে যাওয়া এঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট।

শ্রীলঙ্কাকে ৫১ বল হাতে রেখে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিল এর সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যার মাধ্যমে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে এক পা দিয়ে রেখেছে টাইগাররা।

শুরুতে ব্যাটিং করে লঙ্কানদের সংগ্রহ ২৭৯ রান। তানজিম হাসান সাকিব, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এর অসাধারণ বোলিংয়ে লংকানদের স্কোর থামে ৩০০ নিচে। ২৭৯ রানে অল আউট শ্রীলংকা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন তানজিম সাকিব।

এরপর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের লিটন দাস ও তানজিদ হাসান তামিমকে দ্রুত হারিয়েছে টাইগাররা। পরে দলের হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও দুজন দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছেন।

লঙ্কারদের ব্যাধড়ক পিটিয়ে দিন সাকিব টি টোয়েন্টি স্ট্রাইক রেটে খেলেছেন ৮২ রানের ইনিংস। আর নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছেন ৯০ রান। যার মাধ্যমে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ বাকি কাজটা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তৌহিদ হৃদয়রা।

কাদের হারিয়ে এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের সাথে এখনো বাকি আছে একটি ম্যাচ পয়েন্ট টেবিল অপরিবর্তিত থাকলে বাংলাদেশ এখনই চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছে।

নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশ দল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে জিতলে সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিবে বাংলাদেশ। তা না হয় তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস ইংল্যান্ড ও শ্রীলংকার ম্যাচে হারের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks