Cristiano Ronaldo Vs Lionel Messi : Al-Nassr vs PSG date and time : মুখোমুখি লড়াইয়ে মেসি-রোনালদো! জানুন ম্যাচের সময় ও সরাসরি দেখার উপায়!
ক্রিশ্চিয়ানো রোনালদো লা লিগা ছাড়ার পর শুধুমাত্র ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে হয়তো মুখোমুখি লড়াইয়ে দেখা হবে মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতার এই আশায় দিন কাটতো ফুটবলপ্রেমী ভক্ত-সমর্থকদের। এদিকে লিওনেল মেসিও লা লিগা ছেড়ে পাড়ি জমিয়েছেন প্যারিসে। অন্যদিকে রেকর্ড মূল্যে ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর সৌদিতে পাড়ি জমানোর পর থেকে সকলে ধরেই নিয়েছিল হয়তো আর মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে দেখা যাবে না সময়ের অন্যতম সেরা এই দুই ফুটবলারকে।
তবে এবার ফুটবল পাগল ভক্ত-সমর্থকেরা পেল দারুণ সুখবর। আবারো মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে মেসি-রোনালদো। মূলত ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
রিয়াদ সেশন কাপে মুখোমুখি হবে পিএসজি বনাম আল নাসর এবং আল হিলাল এর সৌদি আরবের অল-স্টার একাদশ। আল-নাসর এবং আল-হিলালের অল-স্টার এই একাদশকে নেতৃত্ব দিবেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে পিএসজির জার্সিতে দলের আক্রমণভাগে নেতৃত্ব দিবেন লিওনেল মেসি।
আগামী ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াদের স্থানীয় সময় রাত ৮ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। অর্থ্যাৎ বাংলাদেশ সময় রাত ১০ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
পিএসজি বনাম আল-নাসর এবং আল-হিলালের অল-স্টার একাদশের মধ্যকার এই ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবে Bein Sports – এ। এছাড়াও মোবাইলে Yalla Shoot ওয়েবসাইট থেকে লাইভ দেখা যাবে মেসি-রোনালদোর এই দৈরথ।