গত রাতে হেল্লাস ভেরোনার বিপক্ষে মাঠে নামে জুভেন্টাস। এই ম্যাচে হারতে হয়েছে জুভেন্টাসকে। তবে দল হারলেও এক অসাধারণ ইতিহাস গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বেশ দারুণ ফর্মে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক ঝলক দেখিয়েই যাচ্ছেন তিনি।
গত রাতের হেল্লাসের বিপক্ষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মারিও সাররির দল৷ জুভেন্টাসের যেই একটি গোল এসেছে তা এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পা থেকে। দ্বিতীয়ার্ধের ৬৫ তম মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আর এই গোলের মাধ্যমে ইতিহাস গড়েছেন তিনি। জুভেন্টাসে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০ ম্যাচে গোল করেছেন পর্তুগিজ এই তারকা। এর আগে ২০০৫ সালে ডেভিড ত্রেগেজে টানা ৯ ম্যাচে গোল করার ইতিহাস গড়েন জুভেন্টাসে। তার করা এই রেকর্ড ভেঙে টানা ১০ ম্যাচে জুভেন্টাসের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েন রোনালদো।