(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Cristiano Ronaldo | Transfer | Man U | জুভেন্টাসের মতো রোনালদোকে তাড়িয়ে দিবে ম্যানইউ!

Cristiano Ronaldo was great in the beginning after joining Manchester United. The Portuguese star joined Manchester United for the second time and scored 14 goals in 20 matches.

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর শুরুর দিকে দূর্দান্ত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানইউ’তে দ্বিতীয়বারের মতো যোগ দিয়ে ২০ ম্যাচে ১৪ গোল করেছিলেন পর্তুগীজ এই তারকা। কিন্তু সময়ের সাথে সাথে চির ধরেছে রোনালদোর খেলায়। ২০২২ সালে এসে ১০ ম্যাচে রেড ডেভিলদের হয়ে মাত্র ১ টি গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে গোল ছাড়াও তেমন সন্তোষজনক পারফর্ম করতে পারছেন না পর্তুগীজ সুপারস্টার। আর তাইতো পরের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগে রোনালদোকে রাখা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

রোনালদোর এমন পারফম্যান্সে বেশ হতাশ হয়েছেন ম্যানইউ কোচ রাল্ফ রাগনিক। পরের মৌসুমে আক্রমণভাগে সিআর সেভেনকে রাখা নিয়ে আপত্তি প্রকাশ করেছেন রাল্ফ।

ম্যানচেস্টার ইভেনিং নিউজের প্রতিবেদন অনুযায়ী, দলে নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাবে রোনালদোকে এখনো একাদশ থেকে বাদ দেননি কোচ। দলের আরেক স্ট্রাইকার ইডিনসন কাভানি ভুগছেন চোটের সমস্যায় এবং ম্যানইউর হয়ে শেষ পাঁচ ম্যাচে খেলা হয়নি উরুগুয়ান এই ফরোয়ার্ডের। তবে পুরো মৌসুমে মাত্র দুটি গোলের দেখা পেয়েছেন কাভানি অন্যদিকে দলের আরেক স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড সাড়ে চার মাসে করেছেন মাত্র পাঁচটি গোল।

দলের স্ট্রাইকারদের এমন বাজে অবস্থার কারণে ২০০৮-২০০৯ সালের পর ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করা রোনালদোকে বাদ দিতে পারছেন না রাল্ফ রাগনিক।

দুই বছরের চুক্তিতে ম্যানইউর কোচ হিসেবে যোগ দেওয়া রাল্ফ রাগনিক আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, আগামী বছর দলে তরুণ স্ট্রাইকার চুক্তিবদ্ধ করা প্রয়োজন। আগামী বছরই ক্রিশ্চিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে একবছর বিকল্প হিসেবে রয়েছে।

আর তাইতো এই কোচের অধীনে আগামী বছর আর ম্যানইউর জার্সিতে দেখা নাও যেতে পারে রোনালদোকে। সেক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য কোনো দলে পাড়ি জমাতে হবে ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks