বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাস বিস্তার বাড়িয়েই চলেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এ পর্যন্ত ১৫৭ টি দেশে।
আন্তর্জাতিক জরীপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ১৭১ জনের। এ ভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৮২ হাজার ৭০০ জন।
এ ভাইরাসের প্রাদুর্ভাব চীন ছাড়াও ইটালি,ইরান,থাইল্যান্ড,স্পেনসহ বেশ কয়েকটি দেশে বেশী দেখা যাচ্ছে। ইটালিতে একদিনে মৃত্যুবরণ করেছে প্রায় ৩০০ এর উপরে।
ইউরোপের দেশগুলো ছাড়িয়ে বাংলাদেশেও ঢুকে পড়েছে করোনার সংক্রমণ। মূলত ইটালি ফেরত বাংলাদেশিদের থেকেই বাংলাদেশে এই ভাইরাস ছড়িয়েছে। এ পর্যন্ত ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বাংলাদেশে। হোম কোয়ারেন্টাইনে আছেন প্রায় হাজারের উপরে। বাংলাদেশে ইতিমধ্যে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়াও সবধরনের খেলা এবং সিনেমা হলও বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে করোনাভাইরাসে সকল দেশবাসীর উদ্দেশ্য বার্তা পাঠিয়েছেন সাকিব আল হাসান। নিজের ভ্যারিফাইড ফেসবুক একাউন্টে করোনাভাইরাস নিয়ে একটি স্ট্যাটাস লিখেন সাকিব।
সেই স্ট্যাটাসে সাকিব লিখেন, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিক স্বাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন, এবং আমাদের চারপাশের সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।
উল্লেখ্য, বর্তমানে সবধরনের ক্রিকেট থেকে বাহিরে আছেন সাকিব আল হাসান। মূলত জুয়াড়ির কাছে প্রস্তাব পাওয়ায় তা আইসিসিকে না জানানোর কারণে ২ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। এর মধ্যে ১ বছরের রয়েছে স্থগিত নিষেধাজ্ঞা।