copa america femenina 2022 : Brazil Argentina প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কায় পড়া আর্জেন্টিনা, শেষ পর্যন্ত দুই ম্যাচে জিতে চলমান কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতরাতে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে পরাজিত করেছে ১-০ গোলে।
এদিকে একই সময়ে নিয়ম-রক্ষার ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল। নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল সেলেসাওরা। গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে ব্রাজিল পরাজিত করেছে পেরুকে। পেরুকে ৬-০ গোলে উড়িয়ে চলমান কোপা আমেরিকার সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে ব্রাজিল।
কোপা আমেরিকার একই গ্রুপে পড়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন এই সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে গ্রুপে দ্বিতীয় দল হিসেবে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে ব্রাজিলের খেলা চার ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে তারা। এসময় ব্রাজিল প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১৭ টি। পরাজিত করেছে আর্জেন্টিনা উরুগুয়ে ভেনেজুয়েলা পেরুকে। চার ম্যাচে ১৭ গোল করলেও কোনো গোল হজম করেনি ব্রাজিল।
copa america femenina 2022