Comilla Victorians is the champion of BPL 2023 : রুবেলের সহজ ক্যাচ মিস! চতুর্থবারের মতো শিরোপা জিতল কুমিল্লা!
মাত্র ৪ রানে অপরাজিত থাকা জনসন চার্লসের সহজ ক্যাচ মিস, ১৭তম ওভারে এসে ৩ ছক্কা ১ চারে ২৩ রান দিয়ে পুরো ম্যাচ কুমিল্লার হাতে তুলে দিয়েছেন রুবেল হোসেন। এমন সুযোগ হাতছাড়া করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স তুলে ধরেছে বিপিএলে নিজেদের চতুর্থ শিরোপা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২০২৩ বিপিএলের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে উঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের হয়ে ব্যাট হাতে ৯ চার ১ ছক্কায় ৪৫ বলে ৬৪ রান করেন নাজমুল হোসেন শান্ত অন্যদিকে ৪৮ বলে ৫ চার ৩ ছক্কায় ৭৪ রানের দূর্দান্ত ইনিংস খেলেন মুশফিকুর রহিম।
জবাবে এই রান তাড়া করতে নেমে উড়ন্ত শুরু করলেও দলীয় ৩৪ রানে দুই উইকেট হারালেও দলের হাল ধরেন লিটন দাস ও জনসন চার্লস। ব্যক্তিগত ৪ রানে ক্যাচ আউট হতে পারতেন চার্লস তবে সেই সহজ ক্যাচ হাতছাড়া করেন রুবেল হোসেন।
জীবন পেয়ে লিটনকে দারুণ সঙ্গ দিতে থাকেন এই ক্যারিবিয়ান। অন্যদিকে দূর্দান্ত ব্যাটিংয়ে অর্ধশতক পূর্ণ করার শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেন লিটন। ৩৯ বলে ৭ চার ১ ছয়ে ৫৫ রান করে আউট হন লিটন কুমার দাস।
এরপর মঈন আলীকে সাথে নিয়ে ব্যাটিং তান্ডব চালাতে থাকেন চার্লস। ম্যাচের ১৭তম ওভার করতে এসেই ২৩ রান হজম করেন রুবেল হোসেন যার ফলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় সিলেট স্ট্রাইকার্স।
শেষ পর্যন্ত ৪ বল হাতে থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে কুমিল্লা। ৫২ বলে ৫ ছক্কা ৭ চারে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন জনসন চার্লস। অন্যদিকে ১ ছক্কা ২ চারে ১৭ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল।