(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Cameroon beat Brazil by 1-0 and make a history : ক্যামেরুনের কাছে লজ্জার হার ব্রাজিলের! ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যামেরুন!

Cameroon beat Brazil by 1-0 and made a history : ক্যামেরুনের কাছে লজ্জার হার ব্রাজিলের! ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যামেরুন!

ম্যাচটি পরিণত হয়েছিল নিয়ম রক্ষার ম্যাচে। তাই বলে এতো গা ছাড়া ভাব! কাতার বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে ব্রাজিল। এদিন আফ্রিকার দলটির কাছে ১-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগেই নক আউট পর্ব নিশ্চিত করা ব্রাজিল দলের সঙ্গে নেই নেইমার জুনিয়র, দানিলো ও অ্যালেক্স সান্দ্রো। তার উপরে পুরো একদশই পরিবর্তন করে ফেলেন ব্রাজিল কোচ তিতে। এদিন ব্রাজিলের একাদশের নিয়মিত একাদশের সবাইকে বেঞ্চে বসিয়ে নতুন একাদশ মাঠে নামিয়েছেন কোচ তিতে। তিতের এই ভুলের মাশুল গুনলো ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই ধীরগতির ফুটবল খেলে ব্রাজিল। প্রথমার্ধে বেশ কয়েকবার ক্যামেরুনের জালে হানা দেয় সেলেসাওরা। মার্টিনেল্লির নেওয়া শটগুলো বুক চিতিয়ে ঠেকিয়ে গেছেন ক্যামেরুনের গোলরক্ষক। অন্যদিকে প্রথমার্ধে ব্রাজিলের জালে সুযোগ সৃষ্টি করতে পারেনি ক্যামেরুন। ফলে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দুই দলের কেউই।

দ্বিতীয়ার্ধে এসেও ক্যামেরুনের গোলমুখে ব্যর্থ ব্রাজিল। বদলি হিসেবে নামা গুইমারেস নষ্ট করেছেন সহজ সুযোগ। যার সুবিধা লুফে নেয় ক্যামেরুন। গোল শূন্য ড্র দিয়ে শেষ হতে যাওয়া ম্যাচটির নাটকীয়তা দেখা যায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের ৯২ তম মিনিটে এমবেকেলির অ্যাসিস্ট থেকে হেডে গোল করে ব্রাজিলিয়ানদের স্তব্ধ করে দেয় ক্যামেরুন অধিনায়ক আবুবকর। এরপর জার্সি খুলে উদযাপন করলে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন আবুবকর।

তবে রচে গেছেন ইতিহাস। তার গোলের মাধ্যমে ব্রাজিলকে ১-০ গোলে হারায় ক্যামেরুন। এর মাধ্যমে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপ আসরে ব্রাজিলকে হারানোর রেকর্ড গড়লো ক্যামেরুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks