বাংলার ক্রিকেটের জন্য অদম্য নক্ষত্র। বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। বাংলার ক্রিকেটকে ভয়কে জয় করতে শিখিয়েছে। শিখিয়েছে মাথা উচু করে দাঁড়াতে। বার বার বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ছেলেরা কি করতে পারে। তিনি আর কেউ নন তিনি আমাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
অধিনায়কত্বের ইতি টানলেও তিনি যে
থাকবেন সকলের নেতা। সকল বাঙালির হৃদয়ের মধ্যমণি মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস গড়া জয় দিয়ে অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফি। মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার পর হৃদয় ভেঙেছে ১৬ কোটি মানুষের৷ বিদায় বেলায় সতীর্থরাও চোখের কোণে জল লুকিয়ে রেখেছিলেন। বাংলার ক্রিকেটে অভিভাবক মাশরাফি। ক্রিকেটারদের আগলে রাখতেন নিজের ভাইয়ের মতো। এমন অধিনায়ক ক’জনই বা পাবে।
ক্রিকেট বিশ্বে এমন দাপটের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের কিংবদন্তিরা বারংবার প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি বিন মর্তুজার এমন অধিনায়কত্বের জন্য। বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক।
বাংলার ক্রিকেটের প্রাণ মাশরাফি বিন মর্তুজাকে প্রসংশায় ভাসিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। প্রশংসার সাথে সাথে অধিনায়কের সাথে একি দলের হয়ে না খেলার আক্ষেপটাও যেনো পুড়িয়ে মারছে ব্রায়ান লারাকে।