করোনাভাইরাসের তান্ডব দিন দিন বেড়েই চলেছে। সারা বিশ্বে অচল অবস্থা সৃষ্টি হয়েছে এই ভাইরাসের কারণে। সারা বিশ্বে ইতিমধ্যে ৬ লাখ ৮৩ হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবং করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩২ হাজার ১৪৪ জন।
বাংলাদেশেও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। বাংলাদেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে মোট ৪৮ জন। এবং আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৫ জন।
গত দুইদিনে বাংলাদেশে নতুন কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি এমনটাই জানিয়েছিলেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। আজ (২৯ মার্চ) দুপুর ১২ টার পর আনলাইনে এই ব্রিফিং দিলেও তার মধ্যে এলো নতুন খবর।
গাইবান্ধায় করোনাভাইরাসে আক্রান্ত দুইজন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন এ বি এম আবু হানিফ।
জেলা সিভিল সার্জন এ বি এম আবু হানিফ জানিয়েছেন, আইইডিসিআর এর চারজন সদস্য এর আগে ওই দুই জনের রক্ত এবং লালার নমুনা সংগ্রহ করেন।
গত ২৫ মার্চ এই নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে নমুনা পরীক্ষা এবং তার ফল কবে তারা পেয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সিভিল সার্জন।
এদিকে গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন জানিয়েছেন, নতুন আক্রান্তরা যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা দুই পরিবারের সদস্য। যারা এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২-৩ দিন আগে তারা পরীক্ষার ফলাফল পেয়েছে।
এদিকে জানা যায়, মার্চের ১১ ও ১২ তারিখে গাইবান্ধার সাইদুল্লাহপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যায় ওই দুই আক্রান্ত ব্যক্তি। ওই বিয়ের অনুষ্ঠানে ৩০০ থেকে ৫০০ অতিথি উপস্থিত ছিলেন। ওই দুই প্রবাসী ১৩ মার্চ গাইবান্ধা ফিরে আসেন এবং ২২ মার্চ আইইডিসিআর তাদের রক্তের নমুনা সংগ্রহ করেন এবং পরীক্ষায় তাদের কোভিড-১৯ পজিটিভ আসে।