Brazil Xi Vs Serbia Fifa World Cup 2022 : কাঁপুনি ধরা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল!
আজ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে সেলেসাওরা। কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচট শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।
প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিলে বিশ্বকাপে যাত্রা শুভ করতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যার জন্য পূর্ণশক্তির দল নিয়েই সার্বিয়াকে মোকাবিলা করবে তিতের দল।
এই ম্যাচের জন্য পূর্ণশক্তির একাদশ গঠন করবে ব্রাজিল কোচ তিতে। যেখানে আক্রমণভাগে রিচার্লিসনের সঙ্গে নেতৃত্ব দিবেন নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা।
অন্যদিকে মিডফিল্ডের দায়িত্বে থাকবেন লুকাস পাকুয়েতা, ক্যাসেমিরো।
ডিফেন্সের দায়িত্বে থাকবেন অ্যালেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, মার্কুইনহোস ও দানিলো।
গোলরক্ষকের ভূমিকায় থাকবেন অ্যালিসন বেকার।
উল্লেখ্য, এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।