Brazil Won By 2-0 Against Serbia Qatar World Cup 2022 : রিচার্লিসনের জাদুতে ব্রাজিলের শুভ সূচনা!
রিচার্লিসনের আগুনঝরা পারফরম্যান্সে সার্বিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা জয় দিয়ে শুরু করলো ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেছেন রিচার্লিসন।
কাতারের লুসাইল স্টেডিয়ামে এদিন শুরুতে কিছুটা বেগ পেলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে তিতের দল। একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা। যার কারণে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি সেলেসাওরা। অন্যদিকে ব্রাজিলের গোলমুখে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সার্বিয়া। ফলে গোলশূন্য থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমনাত্মক হয়ে উঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়াস, নেইমার ও রিচার্লিসনের সংমিশ্রণে সার্বিয়ার জালে বার বার হানা দেয় ব্রাজিল। যার সুবাধে দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে অবশেষে জালে বল জড়ান রিচার্লিসন। যার ফলে ১-০ তে এগিয়ে যায় সেলেসাওরা।
এর ঠিক ১০ মিনিট বাদে আবারো আক্রমণে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ অ্যাসিস্টকে চোখ ধাঁধানো এক গোলে রূপান্তরিত করেন রিচার্লিসন। যার ফলে ২-০ গোলে এগিয়ে যায় তিতের দল। মাচের বাকি সময়ে আরো বেশ কয়েকটি আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল। অন্যদিকে শেষের দিকেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সার্বিয়া। যার ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা।