(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ব্রাজিল ফুটবল : ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি! জানিয়েছেন এডনাল্ডো!

ব্রাজিল কোচ, কার্লো আনচেলত্তি, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, ব্রাজিল ফুটবল : ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি! জানিয়েছেন এডনাল্ডো!

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলি ফুটবল দলের। বিশ্বকাপ ব্যর্থতার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরোক্কোর বিপক্ষে হেরে হতাশা দিগুণ করেছে সেলেসাওরা। অন্তর্বর্তীকালীন কোচ রামেন মেনেজেসের অধীনে একেবারেই ছন্নছাড়া ব্রাজিলকে দেখা গেছে মরোক্কোর বিপক্ষে। যার ফলস্বরূপ ২-১ গোলের পরাজয়ের সম্মুখীন হয়েছে ব্রাজিল।

২০২২ কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিতে। তিতের যাওয়ার পর থেকে কোচের সন্ধানে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেলেসাওদের কোচ হওয়ার দৌড়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন হাইপ্রোফাইল কোচের নাম উঠে আসলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলেত্তির নামটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন কার্লো আনচেলেত্তি।

কিছুদিন আগে ব্রাজিল বনাম মরোক্কোর বিপক্ষের ম্যাচের আগে গোলরক্ষক এডারসন বলেছিলেন, কার্লো আনচেলেত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন যত দ্রুত সম্ভব আনচেলেত্তির সঙ্গে চুক্তি সই করবেন।

এবার আনচেলেত্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে মুখ খুললেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো। আনচেলেত্তিকে ব্রাজিলের কোচ করে আনার ব্যাপারে আশার আলো দেখালেন এডনাল্ডো।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সত্যিই আনচেলেত্তির প্রশংসা করি। সে শুধু খেলোয়াড়দেরই প্রিয় নয়, ভক্তদেরও প্রিয়। আমি ব্রাজিলে যেখানেই যাই, সমর্থকেরা আমাকে যে নামটি জিজ্ঞাসা করে সেখানে আনচেলেত্তির নামটাই প্রথম আসে। অপেক্ষা করি আমরা উপযুক্ত সময়ের জন্য। দেখা যাক আমরা এটি ঘটাতে পারি কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks