Brazil vs Switzerland Fifa World Cup 2022 : Head To Head | বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে কখনো জয় পায়নি ব্রাজিল!
আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। তাই এই ম্যাচ জিতলেই নকআউট পর্ব নিশ্চিত করবে তিতের দল। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া সুইজারল্যান্ড যদি ব্রাজিলকে পরাজিত করে তাহলে ব্রাজিলের আগে নকআউট পর্বে যাবে শাকিরিরা।
এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই দেখা হচ্ছে ব্রাজিল সুইজারল্যান্ডের মুখোমুখি লড়াইয়ের হিসাব-নিকাশ। মুখোমুখি লড়াইয়ে কাগজে-কলমে কোন দল এগিয়ে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা।
সুইজারল্যান্ডের বিপক্ষে ফুটবলে সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ১৯৫০ সালের ফিফা বিশ্বকাপের সেই ম্যাচে রেড ক্রসেসদের সাথে ২-২ গোলে ড্র করেছিল সেলেসাওরা। সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আসরেও মুখোমুখি লড়াইয়ে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেইমার জুনিয়ররা।
এ পর্যন্ত সুইজারল্যান্ডের বিপক্ষে মোট ৯ বার মাঠে নেমেছে ব্রাজিল যেখানে ৩ জয় ৪ ড্র এবং ২ হারের মুখ দেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
পরিসংখ্যানে ব্রাজিল জয়ের দিক থেকে ১ ম্যাচে এগিয়ে থাকলেও সুইজারল্যান্ডের বিপক্ষে প্রতিবারই ভুগেছে সেলেসাওরা। তাই নেইমার-দানিলোদের ছাড়া খেলতে নামা ব্রাজিলকে এবার দিতে হবে কঠিন পরীক্ষা।