সিঙ্গাপুরে আজ প্রীতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছে পাঁঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের অধিক সময় নিজেদের দখলে বল রেখে আধিপত্য বিস্তার করলে ম্যাচ শেষে ফলাফলটা সুখোর হয়নি ব্রাজিলের জন্য।
ম্যাচের ৭০ শতাংশ বল দখলে রেখেছিলো সেলেসাওরা। নাইজেরিয়ার জালে মোট ২০ টি শট নিয়েছিলো তিতের দল৷ তবে ম্যাচে প্রথম গোলের সূচনা করে মাত্র ৩০ শতাংশ বল দখলে রাখা নাইজেরিয়া। প্রথমার্ধের ৩৫ তম মিনিটে ব্রাজিলের জালে বল জড়ায় নাইজেরিয়ান মিডফিল্ডার জয় আরিবো। মসেস সিমন্সের করা এসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান আরিবো।
প্রথমার্ধেই গোল হজম করে ব্রাজিল চালায় একের পর এক আক্রমণ। কিন্তু ১-০ তে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তিতের দল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার তিন মিনিটের মাথায় ব্রাজিলকে স্বস্তির নিশ্বাস ফুঁকে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ৪৮ তম মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলা অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
এরপর চলতে থাকে ব্রাজিলের তীব্র আক্রমণ। বেশ কয়েকটি সুযোগ ব্রাজিলের জন্য আসলেও লাভ হয়নি। নাইজেরিয়ান গোল রক্ষক ফ্র্যান্সিসও নাছরবান্দা ব্রাজিলের আক্রমণ ফিরিয়ে দিয়েই যাচ্ছে। অতঃপর আর কোনো গোল না করতে পেরে ড্র নিয়েই মাঠ ছাড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।