স্থগিত হয়ে যাওয়া ব্রাজিল–আর্জেন্টিনার ম্যাচটি আয়োজন করার জন্য ফিফার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাজিল খেলতে চাইলেও আর্জেন্টিনা ম্যাচটা খেলতে চায় না।তবে ফিফার নির্দেশ, ২২ সেপ্টেম্বরের মধ্যে ব্রাজিলের মাটিতেই ম্যাচটা হতে হবে।
বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটির ভাগ্যে শেষ পর্যন্ত কী আছে, তা এখনো অনিশ্চিত।তবে দুই দলই একটি দাবি জানিয়েছে, না খেলেই তিনটি পয়েন্ট তারা পেয়ে যাক। মূলত ম্যাচটি বাতিল হয়েছিল আর্জেন্টিনার চার খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার জন্য।
ব্রাজিলে ঢোকার ক্ষেত্রে তারা মিথ্যা তথ্য দিয়েছেন, তাই পাঁচ মিনিট খেলা হওয়ার পর ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে ঢুকে পড়েন আনভিসার কর্মকর্তারা।সেই খেলোয়াড়দের কে আটক করার জন্য।
গুঞ্জন উঠেছিল, ব্রাজিলের কর্মকর্তারা মাঠে ঢোকায় ম্যাচ স্থগিত হয়েছে, তাই আর্জেন্টিনাকে সে ম্যাচের জন্য ৩ পয়েন্ট দেওয়া হবে। কিন্তু ৩পয়েন্ট ছাড়াই বিশ্বকাপের মূল পর্বে উঠে গেছিল ব্রাজিলে -আর্জেন্টিনা।তারপর ও ম্যাচটি না হওয়ায় ফিফা অস্বস্তি থেকে গেছে। অন্যদিকে রদ্রিগেজ বলেছেন, ‘ওই ম্যাচের জন্য ব্রাজিলের তিন পয়েন্ট ছাড়া আর কোনো ফল সিবিএফ মানতে রাজি নয়। আর্জেন্টিনাও একই দাবিতে আপিল করেছে।’তবে দর্শকরা চায় ভিন্ন কিছু। পয়েন্ট যে দলই পায় যদি খেলে পায়। এমনটা হলে আরে এক রোমাঞ্চকর ম্যাচ দেখা যাবে।