Brazil U20 vs Italy U20 : FIFA U20 World Cup | ৫ গোলের ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল | ব্রাজিলের ম্যাচ : ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেলো ব্রাজিল। প্রথম ম্যাচেই ব্রাজিল পরাজিত হয়েছে ইতালির বিপক্ষে। ব্রাজিল অনূর্ধ্ব ২০ বনাম ইতালি অনূর্ধ্ব ২০ দলের ম্যাচটির ফলাফল হয়েছে ৩-২। ব্রাজিল ৩-২ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের যাত্রা দারুণ ভাবে শুরু করেছে ইতালি।
ম্যাচে এদিন ব্রাজিলের থেকেও বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে ইতালি। আক্রমণাত্মক ফুটবল শুরুতেই এগিয়ে যায় ইতালি। দ্রুত ম্যাচে ৩১ মিনিটের মধ্যে পরপর ব্রাজিলের জলে তিনবার বল পাঠিয়েছে এটা ইতালির যুবার । যার ইতালির গোলটি ছিল পেনাল্টি থেকে। বিতর্কিত পেনাল্টিই শেষ করলো ব্রাজিলকে৷ ৩-০ গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
পরে দ্বিতীয় অধ্যায় ম্যাচের একেবারে শেষ সময়ে পরপর দুইবার ইতালির জলে বল পাঠিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। তবে শেষ রক্ষা হয়নি। ব্রাজিলের হয়ে শেষের দিকে ১৫ মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করেছেন লিওনারদো। দলের নাম্বার নাইনের দুই গোল হার থেকে বাঁচতে পারেনি ব্রাজিল।