Brazil u20 vs Uruguay u20 Final 2022
কি অবিশ্বাস্য ফুটবলটাই না খেলল ব্রাজিল। অনূর্ধ্ব ২০ আন্তর্জাতিক টুর্নামেন্টে এবার নিজেদের মহাদেশীয় প্রতিপক্ষকে ৭ গোলে বিধ্বস্ত করলো জুনিয়র সেলেসাওরা।
উরুগুয়ের বিপক্ষে এবার গুনে গুনে ৭ গোল দিলো ব্রাজিল। রোববার রাতে দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বীকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২০ টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে সেলেসাওরা।
টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্ট আগের তিন ম্যাচে অপরাজিত পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের যুবারা। আর এসময় প্রতিপক্ষের জালে গুনে গুনে দিয়েছে ১৬ গোল। আর হজম করেছে মাত্র ৩টি৷
এদিন ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পথে ব্রাজিলের হয়ে চারটি গোল করেছেন মার্কোস লিওনান্দ্রো। ঘরের মাঠ কারাসিকায় এস্তাদিও ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে ব্রাজিলের পক্ষে আরো একটি করে গোল করেন ভিতর রক, কাইকি আর জাদের। মার্কোস লিওনান্দ্রো একাই করেন চার গোল।