ব্রাজিল | ঘানা | আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ | ব্রাজিল বনাম ঘানা | নেইমার জুনিয়র | রিচার্লিসন | মার্কুইনহোস
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে ৩-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোলের দেখা পেয়েছে মার্কুইনহোস ও রিচার্লিসন। এছাড়াও নজরকাড়া পারফরম্যান্সে অ্যাসিস্টের দেখা পেয়েছেন নেইমার জুনিয়র।
ম্যাচের প্রথমার্ধের ৯তম মিনিটের সময় রাফিনহার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান মার্কুইনহোস। এরপর খেলার ২৮ মিনিটের সময় নেইমার জুনিয়রের অসাধারণ এক অ্যাসিস্ট থেকে গোলের দেখা পান রিচার্লিসন। ফলে ২-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা।
এরপর প্রথমার্ধের ৪০ মিনিটে আবারো রিচার্লিসনের জন্য নেইমারের অ্যাসিস্ট। ফলে দলের তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রিচার্লিসন। ফলে ৩-০ গোলের বিশাল লিড নিয়েই প্রথমার্ধের খেলা শেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷
এরপর দ্বিতীয়ার্ধে একেরপর এক আক্রমণ চালালেও সফল হয়নি তিতের দল। অন্যদিকে ব্রাজিলের রক্ষণের কাছে পাত্তাই পায়নি ঘানা। যার ফলে ৩-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা।