BPL 2023 : বিপিএলের খবর : বিপিএলে কুমিল্লায় বিশ্বের সেরা ৩ টি-টোয়েন্টি স্পেশালিষ্ট। মোহাম্মাদ রেজওয়ান। হাসান আলী। শাহীন শাহ আফ্রিদি
আসন্ন বিপিএলে তারকার মেলা বসাতে চলেছে দুই ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর। ইতিমধ্যে বেশ কয়েকজন তারকাখ্যাত ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করেছে এই দুই ফ্র্যাঞ্চাইজি।
আগামী বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। তবে সেই সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার ফলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়ানো বিপিএলে খেলার সম্ভাবনা বেড়ে গেল পাকিস্তানি ক্রিকেটারদের।
আর এমন সুযোগ লুফে নিতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইতিমধ্যে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি, নাম্বার ওয়ান টি-টোয়েন্টি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও আরেক পাক পেসার হাসান আলীকে দলে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি প্রায় সেরেই ফেলেছে কুমিল্লা। এমন খবরই জানিয়েছে জনপ্রি ক্রিকেটভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজ।
অন্যদিকে রংপুর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিক। এছাড়াও পাকিস্তানের আরেক অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকেও দলে ভেড়ানোর পথে হাঁটছে রংপুর।
উল্লেখ্য, আগামী বছর ৬ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের এবং যা শেষ হবে আগামী ১৬ জানুয়ারি। বিপিএলে এবার মোট ৭ টি দল অংশগ্রহণ করছে।