বাংলাদেশ ক্রিকেট নিউজঃ বিপিএলের খবর | বিপিএলে সাকিবের দলে মঈন আলী | ক্রিকেট নিউজ

বিপিএল ২০২২/২৩ | বিপিএলে সাকিবের দল | মোনার্ক পদ্মা | বিপিএলে সাকিবের দলে মঈন আলী | বিপিএল | বাংলাদেশ ক্রিকেট নিউজ | বাংলাদেশের খেলার খবর | খেলার খবর | সাকিব আল হাসান | বিপিএল ২০২২ | ক্রিকেট নিউজ | ক্রিকেটের খবর | বাংলাদেশ ক্রিকেটের খবর |

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলার পাশাপাশি এবার নিজের দল আনছেন সাকিব আল হাসান। বিপিএলে পদ্মা বিভাগ ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চলেছেন সাকিব আল হাসানের মোনার্ক মার্ট। বিপিএলে সাকিবের এই নতুন দলের নাম হবে মোনার্ক পদ্মা। জানা যাচ্ছে, সাকিব আল হাসানের এই দলে খেলবেন বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা খেলোয়াড়রা। বিদেশি তারকাদের মেলা বসতে যাচ্ছে সাকিব আল হাসানের মোনার্ক পদ্মা দলে। এরই জানা গেছে, সাকিবের দলে খেলবেন ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী।

গতবার ফরচুন বরিশালের স্পন্সর হিসেবে থাকলেও এবার নিজেদের দল নিয়ে বিপিএলে আসছে মোনার্ক মার্ট। মূলত ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ এই পাঁচটি জেলা নিয়েই হবে পদ্মা বিভাগ।

বিপিএলে দল আনার ব্যাপারে মোনার্ক মার্টের প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের বলেন, আমরা সাকিবের বুদ্ধি পরামর্শ নিয়েই মোনার্ক পদ্মা নামে যে প্রস্তাবিত পদ্মা বিভাগ যেটি প্রধানমন্ত্রীর এলাকা সে এলাকাকে রিপ্রেজেনটেটিভ করার জন্যই প্রস্তাবিত পদ্মা বিভাগকে আলোড়ন করার জন্যই মোনার্ক পদ্মা নামে দল নিয়ে আসছি।

ইতিমধ্যে এই দলে বিদেশি তারকাদের নিতে যোগাযোগ শুরু করে দিয়েছে সাকিব আল হাসান৷ ইংলিশ অলরাউন্ডার মঈন আলী অনেকটাই নিশ্চিত মোনার্ক পদ্মা দলে খেলার ব্যাপারে। এছাড়াও অস্ট্রেলিয়ান বোলারদেরকে দলে ভেড়াতে যাচ্ছে সাকিবের দলটি।

বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টি ফেরিওয়ালাদের সাথে যে সাকিবের যোগাযোগ শুরু হয়ে গেছে তা জানিয়ে আবুল খায়ের বলেন, বিপিএলটা জমানোর জন্য সাকিব যেহেতু পুরো বিশ্বের হিরো, সেহেতু সাকিবের সঙ্গে বিশ্বের সেরা হিরোদের যোগাযোগ রয়েছে৷ আমরা আমাদের বিপিএলে আশা করি সে মাপের খেলোয়াড় নিয়ে আসতে পারব। এর জন্য এখন থেকেই উদ্দেশ্য গ্রহণ করছি। ইতিমধ্যে আমরা অনেকের সঙ্গেই যোগাযোগ করেছি। অনেকেই আমাদের সঙ্গে কমিটমেন্ট করেছে যে তারা আমাদের সঙ্গে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks