Comilla Victorians got a huge victory of 9 wickets in their fifth match against Chittagong Challengers in BPL. Due to rain, the game was reduced to 2 overs in 16 overs.
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এদিন বৃষ্টি বাধায় খেলা ২ ওভার কমিয়ে আনা হয় ১৮ ওভারে। অধিনায়ক ইমরুল কায়েস ও লিটন দাসের ওপেনিং জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। ফলে ১৬.৩ ওভারেই জয়ের দেখা পেয়ে যায় তারা।
এদিন শুরুতে ব্যাটিং করে মোস্তাফিজুর রহমানের বোলিং তান্ডবে মাত্র নির্ধারিত ১৮ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান বোর্ডে তুলতে পেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বৃষ্টি আইনে যা দাঁড়ায় ১৪৪ রান। চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন উইল জ্যাকস। ৩৭ বলে ৫ চার ৩ ছক্কায় ৫৭ রানের ঝড় ইনিংস খেলেন তিনি। এছাড়াও আফিফ হোসেন ২১ বলে ৪ চারে ২৭ রান এবং শামিম হোসেন পাটোয়ারী ২২ বলে ৪ চারে ২৬ রান করেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বল হাতে তান্ডব চালিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ টি উইকেট। এছাড়াও নাহিদুল ও তানভির পেয়েছেন ১ টি করে উইকেট।
জবাবে এই রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে লিটন-কায়েস জুটিতেই জয়ের দ্বারপ্রান্তে চলে যায় কুমিল্লা। ৯৭ বলে এই দুজন মিলে গড়েন ১৩৮ রানের জুটি। ৩৭ বলে ৪ চার ৩ ছক্কায় ৫৩ রানের ঝড় তুলে আউট হন লিটন। এরপর ইমরুলের ব্যাটে জয় পেয়ে যায় কুমিল্লা। ৬২ বলে ৬ চার ৫ ছক্কায় এদিন ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইমরুল কায়েস।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৫ ম্যাচে ৪ জয় ১ হারে তাদের পয়েন্ট ৮। অন্যদিকে ৮ ম্যাচে ৩ জয় ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।