South America Best XI Of 2021: Lionel Messi, Neymar Jr.
শেষ হতে চলেছে আরো একটি বছর। চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করা ফুটবলারদের নিয়ে এবার গঠন করা হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা একাদশ।
গঠিত দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা একাদশে আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছে ৫ জন ফুটবলার। ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন ৪ জন ফুটবলার। একাদশে আছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র।
২০২১ সালেই দীর্ঘদিন পর আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছেন লিওনাল মেসি। এছাড়া নিজের ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সদ্য সাবেক হওয়া ক্লাব বার্সেলোনার হয়ে জিতেছেন কোপা দেল রে।
অন্যদিকে নেইমার জুনিয়র কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হলেও সেই টুর্ণামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন। দেশের প্রতিটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছেন এই ব্রাজিলিয়ান।
দক্ষিণ আমেরিকার সেরা দলে যারা জায়গা পেয়েছেন তারা হলেন
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার
মাওরিচিও ইসলেন
ক্রিস্টিয়ান রোমেরো।
মারকুইনহোস
ফিলিপে লুইস।
মিডফিল্ডার
রদ্রিগো দি পল।
লুইস দিয়াস।
ফরোয়ার্ড
লিওনেল মেসি
নেইমার জুনিয়র
গেব্রিয়াল বারবোসা।
লাওতারো মার্টিনেজ।
কোচ
লিওনেল স্কালোনি।