(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Abu Jayed Rahi | BCB | Bangladesh Test | কঠিন শাস্তির মুখে আবু জায়েদ রাহি!

The Bangladesh Cricket Board (BCB) has announced a 16-member Test squad for the first Test against Sri Lanka on April 25 (Monday). Swing master Abu Zayed Rahi has been dropped from the squad announced by the BCB.

গত ২৫ এপ্রিল (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন সুইং মাস্টার আবু জায়েদ রাহি। মিরপুরের পিচ কন্ডিশন বিবেচনা করলে স্কোয়াড থেকে রাহির বাদ পড়া অবাক করেছে সকলকে। তবে সকলের প্রশ্নের জবাব প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দিয়েছেন বিচিত্র উপায়ে।

স্কোয়াড ঘোষণা করার পর আবু জায়েদ রাহির বাদ পড়ার প্রশ্নে নান্নু উত্তর দিয়েছিলেন, পেস ইউনিটে বৈচিত্র আনতেই নাকি রাহিকে বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে। এছাড়াও গতির কথা বিবেচনা করা হয়েছে। তবে এবার বেরিয়ে এলো থলের বিড়াল স্কোয়াড থেকে বাদ পড়ে বিসিবি নির্বাচকদের একহাত নিলেন আবু জায়েদ রাহি।

সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সাদা পোশাকে খেলেছেন রাহি। রাহির ক্যারিয়ারে সে সবচেয়ে বেশি সফল মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরে সবশেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করেছেন রাহি। সবমিলিয়ে নিয়েছেন ১০ উইকেট।

রাহি যে সুইং করাতে পারেন তাতে কোনো সন্দেহ নেই। টেস্ট ক্রিকেটে বোলিংয়ে যেটার সবচেয়ে বেশি প্রয়োজন। তবে গতির কারণ দেখিয়ে স্কোয়াড থেকে বাদ পড়ার ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারছেন না আবু জায়েদ রাহি। এই পেসার মনে করছেন এখানে গতি নয় রয়েছে অন্য কোনো কাহিনী।

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু জায়েদ রাহি বলেন,

“মিরপুরে এই গতি দিয়ে সবশেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছি। আমার মনে হয় না গতি কোনো ইস্যু। এখানে অন্য কাহিনী থাকতে পারে। আমি এই গতি দিয়েই ১৩ ম্যাচে ৩০ উইকেট নিয়েছি। আমি জানি না গতির বিষয়টি হঠাৎ কোথা থেকে এলো।”

“আমি মনে করিনা হেড কোচ, অধিনায়ক কিংবা কোনো নির্বাচকের আমাকে নিয়ে সমস্যা আছে। আমার মনে হয় একজন খেলোয়াড় আমাকে পছন্দ করে না। যদি শহিদুলকে দলে না নেওয়া হতো, তাহলে আমি বুঝতে পারতাম যে দলে পেস বোলারের কোনো প্রয়োজন নেই।”

“আমি জাতীয় চুক্তিতে নেই। এবং ঘরোয়া ক্রিকেটে ১২০ জন খেলোয়াড়ের মধ্যেও নেই। তাহলে এখন আমি কীভাবে আয় করব।”

রাহির এমন মন্তব্যের পর বেশ চটেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এমন মন্তব্যের জন্য রাহিকে দেওয়া হবে শাস্তি।

এ প্রসঙ্গে নান্নু বলেন, “আমরা রাহিকে ঈদের পর শুনানির জন্য ডাকব। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার পর তাকে এইভাবে কথা বলতে দেখা খুবই হতাশাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks