তবে কি বার্সায় যোগ দিচ্ছেন সার্জিও আগুয়েরো?
দ্য সান জানিয়েছে, মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ফ্রি ট্রান্সফারে সাইন করাতে আগ্রহী বার্সেলোনা।
৩২ বছর বয়সী আর্জেন্টাইন তারকা গ্রীষ্মে চুক্তির বাইরে রয়েছেন এবং এখনও পেপ গার্দিওলার পক্ষ থেকে তাকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়নি।
লুইস সুয়ারেজের বিদায়ের পরে প্রমাণিত গোলদাতার হয়ে বার্সা বাজারে আসতে পারেন সার্জিও আগুয়েরো। এবং আগুয়েরোকে দলে নিতে বাড়তি সুবিধা পেতে পারে বার্সেলোনা। কারণ আগুয়েরোর সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে বার্সা অধিনায়ক লিওনাল মেসির। আর্জেন্টাইন তারকা যদি বার্সাতে নতুন করে চুক্তি নবায়ন করে, সেই ক্ষেত্রে সার্জিও আগুয়েরোকে দলে নিতে পারেন বার্সেলোনা। লুইস সুয়ারেজের শূন্যস্থান পূরণ করতে একজন পরীক্ষিত গোলদাতা হিসেবে সার্জিও আগুয়েরোই এখন বার্সেলোনার সেরা পছন্দ হতে পারে। এমনটাই জানিয়েছে দ্য সান।
এদিকে লিওনেল মেসির দলবদল এর গুঞ্জন এখনো চলছে গণমাধ্যমে ব্যাপক ভাবে। আর্জেন্টাইন তারকা যে আগামী মৌসুমে বার্সেলোনাতে থাকবেন তার কোন নিশ্চয়তা নেই। আগামী ৬ মাসের ভেতরে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসি যদি চুক্তি নবায়ন না করেন, সেক্ষেত্রে নতুন মৌসুমের নতুন কোন ক্লাবের জার্সি তে দেখা যেতে পারে আর্জেন্টাইন তারকাকে।
আর তখন বার্সেলোনা পড়ে যাবে আরো বড় ধরনের ফরোয়ার্ডের ঘাটতিকে, আর তার ভবিষ্যত পরিকল্পনা করে সার্জিও আগুয়েরোকে দলে নিতে পারে কাতালান জায়ান্টরা।