(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Barcelona vs Real Sociedad 4-1 : La Liga | লেভানদোস্কির জোড়া গোলে বার্সার দুর্দান্ত জয় | খেলার খবর

মৌসুমের শুরুতেই বার্সেলোনা অসাধারণ জয় দিয়ে শুরু  করে।স্পেনে বার্সার ম্যাচটা শুরু হয়েছে পিএসজির খেলা শুরুর প্রায় সোয়া এক ঘণ্টা পর।খেলা শুরুর মাএ ৪৪ সেকেন্ডের মাথায় রবার্ট লেভানডফস্কি অসাধারণ এক গোল করেন। মৌসুমে এটাই প্রথম জয় ক্লাবটির। আগের ম্যাচে  ড্র করে রায়ো ভায়োকানোর বিপক্ষে। গোলের রাস্তা খুলে যাওয়ার পরে বার্সাকে আর ঠেকাতে পারেনি রিয়াল সোসিয়েদাদের ডিফেন্ডাররা ফলে ৪-১ গোলের বিশাল জয় পায় বার্সেলোনা।

লা লিগায় ৩৬০ মিনিট পর বার্সার প্রথম গোল করেন রবার্ট লেভানডফস্কি। ম্যাচের শুরুতেই পেনাল্টির আবেদন থেকে বেঁচে গিয়ে ভয়ানক আক্রমণে যায় বার্সা। ডিফেন্ডার অ্যালেক্স বালডির মতো রক্ষণ চিরে রিয়াল সোসিয়েদাদের জালে ফেলেন লেভানডফস্কি।গোল হজমের ৫ মিনিট পরেই
সোসিয়েদাদকে আলেক্সান্দার আইজ্যাক গোল করে সমতায় ফেরান। টান টান উওেজনা পূর্ন ম্যাচে প্রথমার্ধে আর গোল হয়নি। ফলে  ১-১ গোল সমতায় শেষ করে বিরতিতে দুইদল।
পরে আনসু ফাতিকে ফেরান তোরেসের বদলি হিসেবে ৬৪ মিনিটে। পর পরই জাভি তুলে নেন আরো তিন গোল।

৬৪ মিনিটের মাথায় ফাতি তোরেসের বদলি হিসেবে নেমে জাদু ছড়িয়ে দেন। ৬৬ মিনিটে উসমান দেম্বেলে দারুণ ব্যাকহিলে দিয়ে গোল করান আবার  ২ মিনিট পর ৬৮মিনিটের মাথায় লেভানডফস্কিকে বুদ্ধিদীপ্ত পাস দিয়ে গোল করান ফাতি।গোল করার পর লেভার ভলি থেকে নিজেই করে ফেললেন নিজের গোলটি। তবে ২২আগস্ট  জন্মদিন ছিল লেভানডফস্কির। লা লিগার ইতিহাসে জন্মদিনে এটাই দ্রুততম গোলের রেকর্ড। তার সাথে
৪৪ সেকেন্ডে করা গোলটি তাঁর ক্যারিয়ারের দ্রুততম গোল।

এমন দ্রুততম গোল করার রেকর্ড  ছিল রিয়াল সোসিয়েদাদের এক সাবেক স্ট্রাইকারের।১৯৭৪ সালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোল করেছিলেন ৫৫ সেকেন্ডে সাবেক স্ট্রাইকার ফার্নান্দো আনসোলার।  রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলেছেন দীর্ঘদিন। এবার স্ট্রাইকার ফার্নান্দো আনসোলার ৫৫ সেকেন্ডের সেই রেকর্ডটি টপকে নতুন রেকর্ড  করলেন রবার্ট লেভান্ডোস্কি। নিজের জন্মদিনে জোড়া গোল ও এমন কীর্তি নজর কেড়েছেন সকলের।  রিয়াল সোসিয়েদাদকে  ১-৪ গোলে  হারায় বার্সেলোনা। গোলের দেখা পেয়েছেন লেভান্ডোস্কি (বাল্ডে),ডেম্বেলে (ফাতি),লেভান্ডোস্কি (ফাতি), ফাতি (লেভান্ডোস্কি)। দুটি গোল করেন  রবার্ট লেভান্ডোস্কি ও একটি গোল তার সাথে দুটি এসিস্ট করেন ফাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks