FCB vs RMA El Clasico Live streaming tv channel : যেভাবে লাইভ দেখা যাবে বার্সা বনাম রিয়ালের ম্যাচ

How to watch Barcelona vs Real Madrid Pre-Season El Clasico on tv channel in india.
Barcelona vs Real Madrid pre-season El Clasico will be live telecast on the Sony TEN 1 and Sony TEN 1 HD TV channels in India. SonyLIV OTT platform will also Live telecast  Barcelona vs Real Madrid pre-season El Clasico.

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যদিও লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নয়, তারপরেও মৌসুমে প্রথমবারের মতো এল ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই সুপার জায়ান্ট।

বার্সা-রিয়ালের ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা থাকে ভক্তদের মাঝে। এবারও এর ব্যতিক্রম নয়। প্রতিযোগিতামূলক ম্যাচ কিংবা প্রীতি ম্যাচে যাইহোক বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ মানেই বাড়তি কিছু।

এবারের গ্রীষ্মকালীন দলবদল থেকে রবার্ট লেভানদোস্কি ও ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহার মতো তারকাদের দলে ভিড়িয়ে দলকে বেশ শক্তিশালী করেছে বার্সেলোনা। তাই তো রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার ম্যাচটি হবে বেশ হাড্ডাহাড্ডি। আর গত মৌসুমের চ্যাম্পিয়ন রিয়াল এই মৌসুমেও দারুণ শক্তিশালী। তাদের আক্রমণভাগে আছে করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়ররা।

মৌসুমের প্রথম উত্তেজনাপূর্ন এল ক্লাসিকো টি দেখা যাবে টিভি চ্যানেলে। ভক্তরা চাইলে এই ম্যাচটি সরাসরি দেখতে পারবে টিভিতে। জানা গেছে ভারতীয় টিভি চ্যানেল সনি টেন ১ ও সনি টেন ১ এইচডি ( Sony Ten 1, Sony Ten 1 HD) তে দেখা যাবে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো ম্যাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d
Enable Notifications OK No thanks