(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BanvsSL | Asia Cup 2022 | শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের!

এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই হেরে মাত্র তিন দিনেই এশিয়া কাপ শেষ বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল আগের ম্যাচে।

বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ কে। বাংলাদেশের হয়ে ওপেনিং করেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। মেহেদী দুর্দান্ত খেলেন তবে সাব্বির ৬বলে ৫ রান করে আউট হয়ে যান। মেহেদীর অসাধারন ইনিংসটি থামে ৩৮রানে। সাকিব ২৪,আফিফ ৩৯, মোসাদ্দেক ২৪ ও তাসকিন ১১করেন।

বাংলাদেশ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৮৩ রান। শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি। মুস্তাফিজ মাত্র দুইরান দেয় প্রথম ওভারে । পরে পাথুম নিসাঙ্কা ও আসালাঙ্কা রানের চাকা চালাতে শুরু করলে ও ইবাদত এসে এক ওভারেই দুজনকে শিকার করেন। ইবাদত নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফেরান দানুস্কা গুনাথিলাকাকে। তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন গুনাথিলাকা।

শানাকা ভয়ানক রুপ ধারন করলে মেহেদীর বলে ধরা পড়েন তিনি। হাসারাঙ্গাকে আউট করেন তাসকিন আহমেদ।সাকিবের থ্রোয়ে রানআউট হয় চামিকা করুনারত্নে। পরে জয়ের আশা দেখা গেলেও আসিথা ফার্নান্দো সেই সপ্ন চুরমার করে দেয় বাংলাদেশের। ৩ বলে ১০ রান করে শ্রীলঙ্কাকে জয় এনে দেয় আসিথা ফার্নান্দো। এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks