একেকটা এশিয়া কাপ বাংলাদেশের জন্য যেনো বয়ে আনে নতুন বেদনার। নতুন এশিয়া কাপের আসর, নতুন দুঃখ-বেদনার। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কার সাথে ২ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
এমন হারে যে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা কতটা কষ্ট পেয়েছে তা বোধহয় ঠিকই বুঝতে পারছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তাইতো এমন জয়ের ম্যাচে নিজেদের ভুলে হারার কারণে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান।
এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, আমাদের ভক্তদের জন্য খারাপ লাগছে। যেখানেই যাই, আমরা অনেক বেশি সমর্থন পাই।