পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে আগামী ৭ ফেব্রুয়ারী মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দিয়েছিলেন প্রথম টেস্টে কেমন একাদশ থাকবে।
ওপেনার হিসেবে তামিম ইকবালের সাথে তরুণ সাইফ হাসানকেই পছন্দ রাসেল ডমিঙ্গোর৷ তিনে নাজমুল হোসেন শান্ত এবং চারে অধিনায়ক মমিনুল হক। পাঁচ ছয় নম্বরে তার পছন্দ মোহাম্মদ মিথুন ও মাহমুদুল্লাহ রিয়াদ।
লিটন দাসকেও একাদশে রাখতে বলেছেন ডমিঙ্গো। একাদশে একমাত্র স্পিনার হিসেবে থাকবেন তাইজুল ইসলাম। তিন পেসার হিসেবে খেলবেন এবাদত হোসেন, আবু জায়েদ রাহী এবং রুবেল হোসেন।