(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BANW vs PAKW : WCWC 2022 পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে বাংলাদেশের ১ম জয়।

আইসিসি নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। দেশ ছাড়ার আগে বাংলাদেশের মেয়েরা বলেছিল নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপটি তারা রাঙাতে চান ভালো খেলে। জয় আদায় করে জায়ান্ট দলগুলোকে চমকে দিতে চায় টাইগ্রেসরা। যদিও প্রথম দুই ম্যাচে ভালো করতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে আর নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৯ উইকেটের ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন টাইগ্রেসরা। অবশেষে পাকিস্তানের বিপক্ষে বিশাল এক জয় পেয়েছে নিগারের দল। এবারের বিশ্বকাপেও শুরুটা খুব বাজে হয়েছে পাকিস্তান নারীদের। ৮ দলের আসরে পয়েন্ট টেবিলের তলানিতে বিসমা মারুফের দল । বাংলাদেশের অবস্থান একধাপ উপরে।

ম্যাচ শুরুর পূর্বে বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিতে চান তারা। সে কথা যেন সত্যি হল পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাটি করে টাইগ্রেসদের সংগ্রহ ছিল ২৩৪ রান। জবাবে পাকিস্তানের ইনিংস থেমেছে ২২৫ রানে। পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতলো বাংলাদেশ। এ জয়ের আত্মবিশ্বাস সামনের দিনগুলোতেও কাজে লাগানোর আসা বাংলাদেশের অধিনায়কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks