(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BAN vs ZIM : বাংলাদেশের সিরিজ হার। ম্যাচ শেষ যা বলল তামিম।

বাংলাদেশ প্রথম ওয়ানডেতে হারের পর শিক্ষা নিয়ে দ্বিতীয় ওয়ানডে তে ঘুরে দাড়ানোর চেস্টা করেছেল বটেই কিন্তুএক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ৩০৪ রান করলেও দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহর ৮৪ বলে ৮০ ও তামিমের ৫০রানের উপর ভর করে ২৯০ রানে থামে। এক প্রকার শাসন করে গেছেন তামিম জিম্বাবুয়েদের বোলারদের উপর। তার ৪৫ বলে ৫০ রানের ইনিংসটি ছিল দেখার মত। তেমনিনওয়ানডে ক্রিকেটে আকাশে থাকা বাংলাদেশকে যেন টেনে মাটিতে নামিয়ে দিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়েদের বিরুদ্ধে লড়াই করার জন্য ২৯০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে টাইগাররা।জিম্বাবুয়েদের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামে টাইগাররা। প্রথম ওভার থেকেই আগ্রাসী ছিলেন তামিম ইকবাল। ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৫৫তম হাফ সেঞ্চুরি।রিয়াদ ৮০, শান্ত ৩৮, মুশফিক ২৫, আফিফ ৪১, মেহেদী হাসান মিরাজ ১৫, তাইজুল ৬, তাসকিন আহমেদ ১ ও শরিফুল ইসলাম ১ রান করেন। ওয়েসলে মেধেভেরে নেন ২ উইকেট। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন সিকান্দার রাজা।

সিকান্দার রাজা ও রেজিস চাকাভার জুটিঁতেই ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে যখন হারার পথে জিম্বাবুয়ে সেখান থেকেই টেনে তুলেন সিকান্দার রাজা ও রেজিস চাকাভা।জিম্বাবুয়ে সিরিজের প্রায় পুরোটা জুড়েই যে সিকান্দার রাজার কাছে মার খেয়ে আসছে বাংলাদেশের বোলিং লাইনআপ।সিকান্দার রাজা ও রেজিস চাকাভার জুটিঁতে সহজ হয়ে যায় লক্ষ। শেষ পর্যন্ত ১২৭ বলে ১১৭ রানে অপরাজিত থাকেন রাজা।

বাংলাদেশের এখন বড় সমস্যা হয়েছে ইনজুরি। ইনজুরির কারনে লিটন ও মুস্তাফিজ খেলতে না পারায় দলে সুযোগ হয়েছে হাসান মাহমুদ , তাইজুল ও শান্তের। মোসাদ্দেকের জায়গায় তাইজুল সুযোগ পেয়েছেন। শান্ত সুযোগ পয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন। অন্যদিকে হাসান মাহমুদ সুযোগটাকে বেশ ভালভাবেই কাজে লাগিয়েছেন। দীর্ঘদিন পরে ওয়ানডে দলে ফিরেই দুই উইকেট নিয়ে চমক দেখালেন হাসান।কিন্তু জিততে পারলেন না ম্যাচটি।হতাশার ছাপ ছিল অধিনায়ক তামিমের মুখে।

তাই তো খেলা শেষে তামিম বলেন, ‘এই পরাজয় আমাদের জন্য হতাশাজনক। প্রথম ওয়ানডেতে আমাদের আর ২০ রান বেশি তোলা উচিত ছিল। আজকেও আমরা কিছু রান বেশি পেতে পারতাম। মাহমুদউল্লাহ ও আফিফ বেশ ভালো ব্যাট করছিল।’জয়ের জন্য জিম্বাবুয়েকে সর্বোচ্চ কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘এই ম্যাচে জিম্বাবুয়ে তাদের সবটুকু দিয়ে খেলেছে। তারা দুর্দান্ত খেলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks