আগামী ৭ ফেব্রুয়ারী রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান। টি-২০ সিরিজের মতো টেস্ট সিরিজটিও সম্প্রচার করবে না কোনো দেশীয় চ্যানেল।
পিসিবির অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার টেন স্পোর্টস টেস্ট সিরিজটিও সম্প্রচার করবে বলে জানা গেছে। এছাড়াও থাকছে টেন স্পোর্টস, উইলো টিভি, ফক্স স্পোর্টস, সনি পিকচার্স নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ স্পোর্টস চ্যানেল গুলো সম্প্রচার করবে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজটি।
এদিকে রাওয়ালপিন্ডি টেস্টে থাকছে উন্নত মানের সব প্রযুক্তি। ২৩ টি হাইডেফিনেশন ক্যামেরা, ২ টি সুপার ভিশন ক্যামেরা ও একটি আল্ট্রা হাই স্পিড ক্যামেরা। এছাড়াও সম্প্রচার কাজে ব্যবহার করা হবে ডিআরএস, আল্ট্রা মোশন, স্ট্যাম্প ক্যামেরা ও হল ট্র্যাকিং।
রাওয়ালপিন্ডি টেস্টে ধারাভাষ্য প্যানেলেও আছে বেশ কিছু চমক। জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন ধারাভাষ্য দিবেন এই টেস্টে। বাংলাদেশ থেকে থাকবেন আতাহার আলী খান ও শামিম চৌধুরী। এছাড়াও পাকিস্তানের পক্ষ থেকে থাকবেন রমিজ রাজা এবং বাজিদ খান।
দেখে নিন বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সম্প্রচারকারি চ্যানেলগুলোঃ-
পাকিস্তান- টেন স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা- সুপার স্পোর্টস
অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস
যুক্তরাষ্ট্র- উইলো টিভি
মালয়েসিয়া- অ্যাস্ট্রো
ক্যারিবিয়ান- টেন ক্রিকেট
দক্ষিণ পূর্ব এশিয়া- সনি
ভারতীয় উপমহাদেশ- সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া।