ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-২০ সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের পাঁচ উইকেটের জয় পায় পাকিস্তান। আজ (২৫ জানুয়ারি) দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে নামবে দুই দল।
এদিকে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ সম্প্রচার করছে না কোনো দেশীয় চ্যানেল। বরাবরই বাংলাদেশের ম্যাচ সম্প্রচার করে থাকে জি টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন। কিন্তু এবার লাভ লোকসানের ব্যাপার মাথায় রেখে একাধিক কারণে খেলা সম্প্রচার করছে না কোনো দেশীয় চ্যানেল। তাই বাংলাদেশ দলের সমর্থকদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। শুধুমাত্র সনি নেটওয়ার্কের চ্যানেল গুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশের খেলা। এর আগে ইউটিউবে খেলা লাইভ করলেও এবার সেটাও করা হচ্ছে না। তাই বাংলাদেশ সমর্থকরা খুঁজে বেড়াচ্ছে অনলাইনে খেলা দেখার উপায়।
অনলাইনে সরাসরি বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা দেখা যাবে নিচের দেওয়া লিংকগুলোতে।
১ম লিংকঃ- https://www.bioscopelive.com/en/
২য় লিংকঃ- https://hd.crichd.com/চ্রিছদ-হমে
৩য় লিংকঃ- https://www.crichd.com/pakistan-v-bangladesh-live-streaming