(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বাংলাদেশ বনাম পাকিস্তানঃ সাকিবের সঙ্গে দুর্নীতি! আম্পায়ারদের কড়া ভাষায় জবাব দিলেন আকাশ চোপড়া!

সাকিব আল হাসান | আকাশ চোপড়া | সাকিব আল হাসান এলবিডব্লিউ | বাংলাদেশ বনাম পাকিস্তান | সাকিবের সঙ্গে আম্পায়ারের দুর্নীতি | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের সঙ্গে আম্পায়ারদের দুর্নীতির সসমালোচনা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

সাকিব আল হাসানের আউটটি দেখেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। এসময় তিনি বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা সাউথ আফ্রিকার আম্পায়ার হোল্ডস্টকের কড়াভাষায় সমালোচনা করেছেন।

ম্যাচের তখন ১১তম ওভার চলছিল। শাদাব খানের বলের ক্রিজে আসা নতুন ব্যাটার সাকিব আল হাসান। শাদাব খানের সেই ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউর জোরালো আবেদন করে পাকিস্তানের ক্রিকেটাররা। বলটি পিচ করে সাকিব আল হাসানের বুট স্পর্শ করে। অনেক চিন্তাভাবনা করে আউটের সিদ্ধান্ত দেন অনফিল্ড আম্পায়ার হোল্ডস্টক। আম্পায়ারের এমন সিদ্ধান্তে অবাক সাকিব নিজেও। রিভিউ নিয়ে নেন সাথে আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে।

পরে রিভিউতে দেখা গেল, বলটি প্রথমে ব্যাটে স্পর্শ করে স্পর্শ করেছে সাকিবের বুটে। আল্ট্রাএজে তা সুস্পষ্ট দেখা যাচ্ছিলো। বলটি ব্যাট স্পর্শ করার সময় ব্যাট স্পর্শ করে গ্রাউন্ড অথচ আম্পায়ার গ্রাউন্ডে ব্যাট স্পর্শ করার স্পাইকটাকেই ধরে নিয়েছে। অথচ ব্যাটে যে বল লেগেছে সেই স্পাইকটাকে আমলে নেয়নি অনফিল্ড আম্পায়ার।

সাকিবের আউট নিয়ে আম্পায়ারের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আকাশ চোপড়া বলেন, সাকিবের ব্যাট তখনও গ্রাউন্ড স্পর্শ করেনি যখন বল লেগেছিল তার ব্যাটে। এটা ছায়া দেখেই বোঝা যায়। এখানে একটা স্পাইক ছিল। বল আগে ব্যাট স্পর্শ করেছে। বাংলাদেশ একটা বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks