শক্তিমত্তার র্যাংকিংয়ে অনেকটুকু এগিয়ে থাকার লেবাননকে কোন পাত্তাই দিল না বাংলাদেশ ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। লেবাননের রুখে দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ১ পয়েন্ট পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। শেখ মোরসালিনের চমৎকার গোল, হার এড়িয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হওয়ার পর বিশ্বকাপে বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটাই ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল বাংলাদেশ ফুটবল দলের সামনে। সেই কাজটা দারুণ ভাবে করেছে জামাল ভূঁইয়ার দল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রচনা করেছে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল দল শুরু থেকে ছিল আক্রমনাত্মক। কিন্তু গোল মুখে সফলতার দেখা পায়নি শেখ মোরসালিনরা। ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্য ড্র। দেখা পেয়েছে দুই দলই।
আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকা ম্যাচের দ্বিতীয় আর্ধের শুরুতে ৬৭ তম মিনিটে গোলের দেখা পায় লেবানন। পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর পাঁচ মিনিট পর বাংলাদেশ দলকে সমতায় ফিরিয়েছেন মোরসালিন।
মাঝপাঠ থেকে আসা বল টি দারুন ভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের দিবক্সের দিকে ক্ষিপ্ত গতিতে ছুটতে থাকে বাংলাদেশী এই ফরোয়ার্ড । এরপর দে বক্সের সামান্য বাহির থেকে জোরালো শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন মোরসালিন দূর পোস্ট দিয়ে।
তার সেই চমৎকার গোল এই সমতায় ফিরে বাংলাদেশ। বাকি সময়টুকুতে আরো বেশ কিছু আক্রমণ করেছিল বাংলাদেশ দল। কিন্তু সেগুলোতে গোল আদায় করে নিতে পারেনি তারা। শেষ পর্যন্ত একে করে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।