Bangladesh cricket team is currently spending busy time in South Africa The Bangladesh cricket team has already made history by winning the series against South Africa for the first time.
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল৷ ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশ ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে মমিনুল হকরা। তবে এবার বাংলাদেশ ক্রিকেট ভক্তরা পেল বড় সুখবর। বাংলাদেশ সফরে আসছে ভারত।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর পরই বাংলাদেশ সফরে আসবে ভারত। নভেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
এ প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে ভারত দুই টেস্টের সঙ্গে তিনটি একদিনের ম্যাচও খেলতে পারে। বিষয়টা একদম শতভাগ নিশ্চিত নয়। এটা আমাদের প্রস্তাব৷ ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে রাজি হলে দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।
নভেম্বরে বাংলাদেশ-ভারত ম্যাচ থাকলেও এই সিরিজের এখনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিবির প্রস্তাবে রাজি হলে দিনক্ষণ পাকা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।