(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Bangladesh vs England Second Odi : যে তিন কারণে ইংলিশদের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ!!

Bangladesh vs England Second Odi : যে তিন কারণে ইংলিশদের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ!!

ঘরের মাঠে টানা ৭ সিরিজ ও ৭ বছর পর ওয়ানডেতে সিরিজ হারের স্বাদ পেল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিশাল ব্যবধানে হেরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানে হেরেছে বাংলাদেশ।

ঘরের মাঠে শেষবার সিরিজ হেরেছিল বাংলাদেশ ২০১৬ সালে সেটিও ইংলিশদের বিপক্ষে। এরপর থেকে টানা টানা হোম সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। ঘরের মাঠে উইন্ডিজ, ভারত ও শ্রীলঙ্কার মতো দলগুলোকে হারানো বাংলাদেশ হঠাৎ করেই ছন্দ পতন ঘটিয়েছে ইংলিশদের বিপক্ষের এই সিরিজ দিয়ে।

বাংলাদেশের এমন শোচনীয় সিরিজ হারের পর উঠে এসেছে একাধিক কারণ। যেসব কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিশাল ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।

প্রথম ওয়ানডের মতো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে দাপট দেখাতে পারেনি বাংলাদেশের বোলাররা। এদিন বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে জেসন রয়ের ১৩২ রানের বিধ্বংসী ইনিংসে ইংল্যান্ড পায় ৩২৬ রানের বিশাল সংগ্রহ। এদিন বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে বেশি রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভার বোলিং করে ২ উইকেটের বিনিময়ে ৭৩ রান দিয়েছেন মিরাজ। অন্যদিকে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান সকলেই দিয়েছেন ষাটোর্ধ রান।

ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ দলের এমন হারের দ্বিতীয় কারণটি হলো বাজে ফিল্ডিংয়ের মহড়া দিয়েছে টাইগার বাহিনী।

হারের তৃতীয় ও শেষ কারণটি হলো – সিনিয়র ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং। এদিন ব্যাট হাতে দলের হাল ধরতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান ব্যাটিংয়ে হাল ধরে ৫৮ রানের ইনিংস খেললেও তাকে সঙ্গ দিতে পারেনি অন্য কোনো ব্যাটার। তামিম ইকবাল করেছেন ৬৫ বলে ৩৫ রান, মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন ৪৯ বলে ৩২ রান এবং মুশফিকুর রহিম করেছেন ৫ বলে মাত্র ৪ রান।

অন্যদিকে গত ম্যাচে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত ডাক মেরেছেন তার সঙ্গে ডাকের কাতারে যোগ দিয়েছেন লিটন দাস।

যার ফলে ১৯৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে সিরিজ জিতে নেয় জস বাটলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks