(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Bangladesh vs Afghanistan | T-20 Series | লিটনের ব্যাটিং জাদু! নাসুমের বোলিং তান্ডবে উড়ে গেল আফগানিস্তান!

The Tigers won the first match of the two-match T20 series against Afghanistan by a huge margin of 71 runs. After Liton Das’s extraordinary batting with the bat, Nasum Ahmed showed magic with the ball.

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। এদিন ব্যাট হাতে লিটন দাসের অসাধারণ ব্যাটিংয়ের পর বল হাতে জাদু দেখিয়েছেন নাসুম আহমেদ।

সিরিজের প্রথম ম্যাচেই দুই অভিষেক ঘটিয়েছে বাংলাদেশ। এদিন শুরুতে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নাঈম শেখ।

ব্যাট হাতে শুরুটা এবারও ভালো করতে পারেননি নাঈম শেখ দলীয় ২০ রানে ব্যক্তিগত ২ রান করে আউট হয়ে যান নাঈম। অভিষেকটা চার-ছয়ে রাঙানোর ইঙ্গিত দিলেও বেশিদূর এগোতে পারেনি মুনিম। দলীয় ২৫ রানে ব্যক্তিগত ১৮ বলে ৩ চারে ১৭ রান করে আউট করে হয়ে যান মুনিম শাহরিয়ার।

এরপর ব্যাটিংয়ে আসা সাকিব আল হাসানও হাল ধরতে পারেননি। ৬ বলে ৫ রান করে আউট হন সাকিব। এরপর মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন লিটন দাস। দলীয় ৮০ রানে ৭ বলে ১ ছয়ে ১০ রান করে আউট হয়ে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ।

একে একে সাকিব-মাহমুদুল্লাহরা আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন লিটন দাস। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে তুলে নেন হাফসেঞ্চুরি। আফিফ ও লিটন মিলে গড়েন ৪৬ রানের জুটি। ৪৪ বলে ৪ চার ২ ছয়ে ৬০ রানের দূর্দান্ত এক ইনিংস খেলে দলীয় ১২৬ রানে আউট হন লিটন। ২৪ বলে ২ চারে ২৫ রান করে এরপর আউট হয়ে যান আফিফ হোসেন। শেখ মাহেদী হাসান ও ইয়াসির আলীর ২০ রানে ভর করে শেষ পর্যন্ত ১৫৫ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

এই লক্ষ্য তাড়া করতে শুরু থেকেই আফগান ব্যাটাররা পড়ে নাসুম আহমেদের রোলার কোস্টারের নিচে। আফগানিস্তানের দলীয় ২০ রানেই ৪ উইকেট শিকার ব্যাটিং লাইনআপকে লণ্ডভণ্ড করে দেন নাসুম আহমেদ।

নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি মিলে ৩৭ রানের জুটি গড়লেও তাদের এই জুটি গুড়িয়ে দেন সাকিব আল হাসান। এরপর আফগানদের আর কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। ফলে ৯৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশ পায় ৬১ রানের বিশাল জয়।

বাংলাদেশের হয়ে বল হাতে ৪ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এছাড়াও শরিফুল ৩ টি, সাকিব ২ টি এবং মুস্তাফিজুর রহমান তুলে নেন ১ টি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks