Bangladesh Test Captain 2022 | ব্রেকিং নিউজ!! টেস্টে নতুন অধিনায়ক সাকিব! সহ-অধিনায়ক লিটন!

Bangladesh Test Captain 2022 | ব্রেকিং নিউজ!! টেস্টে নতুন অধিনায়ক সাকিব! সহ-অধিনায়ক লিটন!

মমিনুল হকের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল সাকিবের হাতেই টেস্ট অধিনায়কত্বের ভার তুলে দিতে যাচ্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে টাইগার ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক হিসবে লিটন কুমার দাসের নাম ঘোষণা করেছে বোর্ড। ২ জুন (বৃহস্পতিবার) বোর্ডের আনুষ্ঠানিক সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই টেস্ট দলের নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান।

এ নিয়ে তৃতীয় মেয়াদে সাদা পোশাকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। এর আগে ২০০৯-২০১১ ও ২০১৮-২০১৯ সালে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব।

২০০৯ সালে প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হন সাকিব আল হাসান। সেবার মাশরাফি বিন মুর্তজা চোটে পড়ার পর সাকিবকে অধিনায়ক করে বিসিবি। ২০০৯-১১ এই মেয়াদে ৯ টেস্টে অধিনায়ক হিসেবে সাকিব জিতেছে এক টেস্টে। এরপর ২০১৮ সালে মুশফিকুর রহিমের পরিবর্তে অধিনায়ক হন সাকিব। ২০১৮-২০১৯ সালে নিষেধাজ্ঞার আগ পর্যন্ত আরো পাঁচ টেস্টে নেতৃত্ব দেন সাকিব। সেখানে দল জয় পায় দুটি টেস্টে। অধিনায়ক হিসেব মোট ১৪ টেস্টে সাকিবের জয় ৩ টি টেস্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks