(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Bangladesh vs Afghanistan | Gurbaz | রশিদ-নবিদের ভয়ে পেস বান্ধব উইকেট তৈরি করেছে বাংলাদেশ!

Bangladesh has already won the series against Afghanistan. So far, the Tigers have won both the matches of the series with bat and ball. However, Afghan pacer Rahmanullah Gurbaj thinks that Bangladesh has won due to the advantage of pace-friendly pitch.

আফগানিস্তানের বিপক্ষে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত সিরিজের দুই ম্যাচেই ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা। তবে আফগান পেসার রহমানুল্লাহ গুরবাজ মনে করছেন পেসবান্ধব পিচের সুবিধার কারণে জিতেছে বাংলাদেশ। রশিদ-নবিদের স্পিন আক্রমণের ভয়ে পেস বান্ধব উইকেট তৈরি করেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে পেসাররা একটু সুবিধা বেশি পাচ্ছেন তা নজরে সবার এসেছে। যার জন্য গুরবাজের মতে আফগানদের ধারালো স্পিন আক্রমণ ধমণ করার জন্যই এমন পিচ বানিয়েছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে গুরবাজ বলেন, তারা জানে আমরা এক নম্বর স্পিন অ্যাটাক, তাই উইকেট বানিয়েছে পেসারদের জন্য। এটা বাংলাদেশের হোম সিরিজ, তাই আমরা তাই আমরা আমাদের স্পিনের বান্ধব উইকেট আশাও করছি না। আসল জিনিস হল, আমরা আজ ব্যাটিং ইউনিট হিসেবেও ভালো করিনি৷ স্পিন বা পেস বড় কথা নয়, আরো বেশি সময় ধরে ব্যাট করতে হবে।

মানুষের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি আফগানিস্তান এটা মেনে গুরবাজ বলেন, মানুষ আমাদের কাছে আরও বেশি আশা করে। আমার মনে হয় না পেসের বিরুদ্ধে আমাদের কোনো সমস্যা হয়। তবে তাদের নিয়ন্ত্রণ ভালো। ব্যাটিংয়ে ও বোলিংয়ে ভালো দিন পার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks