বাংলাদেশ বনাম ভারতঃ নিশ্চিত জয়ের ম্যাচে ৫ রানে হেরে সেমিফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের!!

বাংলাদেশ বনাম ভারত | বাংলাদেশ বনাম ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ | টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ | লিটন দাস | বিরাট কোহলি | সাকিব আল হাসান | বাংলাদেশ ক্রিকেট

ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ দলের। নিশ্চিত জয়ের ম্যাচে লিটন ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতায় এদিন ভারতের কাছে ৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের বিশাল সংগ্রহ তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৮ চার ১ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। এছাড়াও হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন কে এল রাহুল। ৩২ বলে ৩ চার ৪ ছক্কায় ৫০ রান করেন কে এল রাহুল। অন্যদিকে ১৬ বলে ৪ চারে ৩০ রান করে সুরিয়াকুমার যাদব।

জবাবে এই রান তাড়া করতে নেমে বাংলাদেশকে আশার আলো দেখায় লিটন দাসের তান্ডবীয় ব্যাটিং। ভারতীয় বোলারদের তুলোধুনো করে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। বাংলাদেশ পায় ৭ ওভারে ৬৬ রানের সংগ্রহ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন হাসান মাহমুদ। অন্যদিকে সাকিব আল হাসান পান দুই উইকেটের দেখা।

এরপরই মাঠে শুরু হয় বৃষ্টি। আশাজাগানিয়া বৃষ্টির ফলে ম্যাচটি বাতিল হলে ডিএল মেথডে ১৭ রানের জয় পেতে পারত বাংলাদেশ৷ তবে ভাগ্য সহায় হলো না বাংলাদেশের।

কিছুক্ষণ পর খেলা শুরু হলে ডিএলএস মেথডে ৪ ওভার কমিয়ে ১৬ ওভার করা হয়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৫১ রানের। বৃষ্টি শেষেই মাঠে নেমেই রান আউটের শিকার হন লিটন দাস। ২৭ বলে ৭ চার ৩ ছক্কায় ৬০ রান করে আউট হন লিটন দাস।

এরপর আর কেউই দলের হাল ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটিংয়ের। একে একে সাজঘরে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত (২১) আফিফ হোসেন (৩) সাকিব আল হাসান (১৩) ইয়াসির আলী (১) মোসাদ্দেক হোসেন (৬) রান করে আউট হন।

শেষের দিকে তাসকিন ও সোহানের ব্যাটে কিছুটা আশার আলো দেখালেও তাতে কোনো লাভ হয়নি। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। বাংলাদেশ নিতে সক্ষম হয় ১৪৫ রান। ফলে ৫ রানের জয় পায় বাংলাদেশ।

ভারতের সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া ও আর্শদ্বীপ সিং। এছাড়াও মোহাম্মদ শামী তুলে নেন এক উইকেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks