(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ: যেটা পারেনা জাতীয় দলের তরুনরা সেটা করে দেখাল বুড়ো লিজেন্ডসরা! বাংলাদেশ লিজেন্ডস | ক্রিকেট

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ | বাংলাদেশ লিজেন্ডস | বাংলাদেশ ক্রিকেট দল | বাংলাদেশ লিজেন্ডস রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২ | ইলিয়াস সানি | ডলার মাহমুদ | আফতাব আহমেদ

বাংলাদেশ ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫০ ঊর্ধ্ব দলীয় সংগ্রহ যেনো ছেড়া কাঁথায় শুয়ে আকাশের চাঁদ ধরার মতো। টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থা বরাবরই শোচনীয়। সম্প্রতি বাজে পারফর্ম করে বাদ পড়েছে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে। বিশেষ করে দলে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

তবে বাংলাদেশ জাতীয় দলের তরুণ ক্রিকেটাররা ব্যাটে-বলে বার বার ব্যর্থতার প্রমাণ দিলেও বুড়ো লিজেন্ডসরা ঠিকই করে দেখিয়েছেন ২০ ওভারে ১৫০ ঊর্ধ্ব দলীয় রান তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলে সাথে!

যেখানে আফগানিস্তান,স্কটল্যান্ডের মতো দলগুলোর কাছে হারের মুখ দেখছে বাংলাদেশ জাতীয় দল সেখানে অস্ট্রেলিয়ান ওয়াটসন, ব্রেটলিদের স্বাচ্ছন্দ্যে খেলেছেন ইলিয়াস সানি-ডলার মাহমুদরা।

বাংলাদেশ লিজেন্ডসের শুরুটা হয় টসে হেরে। ইন্দোরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করে বাংলাদেশের লিজেন্ডসরা। দুই ম্যাচ হেরে দারুন ক্যামব্যাক করার আশা জাগিয়েছে বাংলাদেশ লিজেন্ড দল।

অস্ট্রেলিয়া লিজেন্ডের বিপক্ষে ইলিয়াস সানি ২৯ বলে অপরাজিত ৩২ রান করেন। তার ইনিংসের ওপর ভর করেই ১৫৯ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ লিজেন্ডস৷

বাংলাদেশ লিজেন্ডস দলের হয়ে অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে রান করেছেন অলক কাপালি ২০, নাজমুস সাদাত ২০, মোহম্মদ শরিফ ১৪ ও ডলার মাহমুদ ১৭ রান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks