জিম্বাবুয়েকে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ। মুশফিকুর রহিমের দ্বি শতক এবং মমিনুলের সেঞ্চুরিতে বাংলাদেশ ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে৷ জবাবে ব্যাট করতে নেমে নাইম হাসানের বোলিং তোপে লণ্ডভণ্ড হয়ে যায় জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা৷ জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যানকে সাঝঘরে ফিরান নাইম হাসান। এর মাধ্যমে শেষ হয় তৃতীয় দিনের খেলা।
চতুর্থ দিনে মাঠে নেমে শুরুতেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানে তাইজুল ইসলাম। এর পরে আরো একটি উইকেট নিজের ঝুলিতে নেন নাইম হাসান। টেইলরকে সাঝঘরে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে নিজের তৃতীয় উইকেটের দেখা পান নাইম। দলীয় ৪৪ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের পঞ্চম উইকেটের পতন ঘটান অধিনায়ক মমিনুল হক।
৩৭ রান করা সিকান্দার রাজাকে প্যাভিলিয়নে ফিরান তাইজুল ইসলাম। এর পরের ওভারে নিজের চতুর্থ উকেট তুলে নেন নাইম হাসান। জিম্বাবুয়ের আর কোনো ব্যাটসম্যান টিকতে পারেনি বাংলাদেশের বোলিং তোপের সামনে। এরপরে আরো একটি উইকেট তুলে নেওয়ার মাধ্যমে নিজের পঞ্চম উইকেটের দেখা পান নাইম হাসান।
শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে ১০৬ রানের হার পেতে হয় জিম্বাবুয়েকে।
বাংলাদেশের হয়ে নাইম হাসান ৫ টি, তাইজুল ৪ টি এবং মমিনুল হক ১ টি উইকেট তুলে নেন।
অপরাজিত ২০৩ রানের দূর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম৷
উল্লেখ্য, টানা ৬ টেস্ট হারের পর এই টেস্টে জয়ের দেখা পেল বাংলাদেশ দল। এর মাধ্যমে টেস্ট ইতিহাসে ১৪ তম জয় তুলে নিলো বাংলাদেশ দল।